
বরণীয় আবৃত্তিশিল্পী হাসান আরিফ না ফেরার দেশে চলে গেলেন। আজ শুক্রবার (১ এপ্রিল) দুপুর ১টা ৫০ মিনিটে তিনি রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)
রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে তার মৃত্যু হয় বলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস জানান।
গোলাম কুদ্দুস গণমাধ্যমকে জানান “কয়েক সপ্তাহ ধরে লাইফ সাপোর্টে ছিলেন হাসান আরিফ। তার মরদেহ এখনও হাসপাতালে। দাফনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।”
তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনরত ছিলেন। তার এই মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

More Stories
বিএনপি ক্ষমতায় এলে সুন্দরী নারীরাও রাস্তায় বের হতে পারবে না: মুফতি ফয়জুল করিম
ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ সোমবার নতুন রাজনৈতিক দলের নিবন্ধনও শেষ হবে এ সপ্তাহেই
শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চাইলে আমি নেব: খালেদ মুহিউদ্দীন