মেয়ে ভেবে মাকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

সময়ের প্রবাহ:

ময়মনসিংহের ত্রিশালে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে ধানখেতে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। সোমবার রাতে ত্রিশাল থানায় ভুক্তভোগী নিজেই মামলাটি করেন।

অভিযুক্ত ব্যক্তি আকমল হোসেন (৩৮) স্থানীয় একটি কোম্পানির কর্মচারী। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৮ অক্টোবর ভোরে ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে টয়লেটে যান। টয়লেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই পেছন থেকে মুখ চেপে কাঁধে তুলে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরের এক ধানখেতে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে আকমল। পরে গৃহবধূর চিৎকারে স্বামী ও প্রতিবেশীরা ছুটে এলে আকমল পালিয়ে যান।

ওই নারীর ছোট ভাইয়ের দাবি, আকমল তাঁদের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ভাগনিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন। ঘটনার দিন ভাগনির ওড়না জড়িয়ে টয়লেটে যান বোন। সেই ওড়না দেখে আকমল ভুলবশত বোনকেই ভাগনি ভেবে তুলে নিয়ে ধর্ষণ করেন। ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির কারণে পরিবারটি শুরুতে থানায় যেতে পারেনি।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনমজুর স্বামীর সংসারে ওই গৃহবধূর দুই সন্তান। মেয়েটি দেখতে মায়ের মতো হওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়। অভিযুক্ত আকমল এলাকার এক প্রভাবশালী পরিবারের সদস্য এবং কিছুদিন ধরে কিশোরীটিকে উত্ত্যক্ত করছিলেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা আজ (মঙ্গলবার) করা হবে। স্থানীয়ভাবে ‘মেয়ে ভেবে মাকে তুলে নেওয়া’ কথাটি প্রচলিত হলেও, মামলার এজাহারে এমন উল্লেখ নেই বলে জানান তিনি।

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad