
সময়ের প্রবাহ:
যশোরে আট বছর আগে পুলিশি নির্যাতনে নিহত বাবু হত্যা ও তার ভাইকে জখমের অভিযোগে সাবেক দুই পুলিশ সদস্যসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
সোমবার বিকেলে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডলের আদালতে নিহত বাবুর ভাই নুরুজ্জামান মুন্না এ মামলা করেন। আদালত অভিযোগ গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন—কোতোয়ালি থানার সাবেক এসআই মুহাম্মদ জামিল আহম্মেদ, এএসআই আবুল কালাম আজাদ ও বেজপাড়া মেইন রোডের ওবাইদুল ইসলাম রাকিব।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৭ সালের ৮ আগস্ট পুলিশ বাবু ও মুন্নাকে খড়কি বামনপাড়া এলাকা থেকে তুলে নিয়ে থানায় নির্যাতন করে। এতে বাবুর হাত ভেঙে যায় এবং পরে সংক্রমণজনিত ক্যানসারে আক্রান্ত হয়ে ২০২০ সালের ১৬ অক্টোবর তার মৃত্যু হয়।
বাদী মুন্না বলেন, ‘রাকিব পুলিশের সোর্স ছিল। তার প্রভাবে আমাদের তুলে নিয়ে নির্যাতন করা হয়। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।’

More Stories
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পের টাকা ভাগ নিয়ে ইউএনও-পিআইও দ্বন্দ্ব
প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ দুর্বল, সীমিত বৃষ্টির পূর্বাভাস বাংলাদেশে
তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন সম্ভব নয়: শিশির মনিরের মন্তব্য