প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ দুর্বল, সীমিত বৃষ্টির পূর্বাভাস বাংলাদেশে

সময়ের প্রবাহ:

ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হেনে প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ দ্রুতই শক্তি হারিয়েছে। এটি বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং আজ (বুধবার) বিকেলের মধ্যে আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে। তবে এখন সেই সম্ভাবনা অনেকটাই কমে গেছে। আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানিয়েছেন, মোন্থা দুর্বল হয়ে যাওয়ায় এর প্রভাব বাংলাদেশের উপকূলে তেমন পড়বে না।

তিনি বলেন, “আজ খুলনা বিভাগে কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগের কিছু স্থানেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকাতেও বিকেল বা সন্ধ্যার দিকে সামান্য বৃষ্টি হতে পারে।”

তিনি আরও জানান, বৃহস্পতিবারও দেশের কিছু স্থানে হালকা বৃষ্টি হতে পারে, তবে তা ভারী হবে না।

ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে দেওয়া সব সংকেত নামিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আজ বিকেল পর্যন্ত সতর্কভাবে চলাচল করতে এবং গভীর সাগরে না যেতে বলা হয়েছে।

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad