জামায়াতের প্রার্থীকে ‘আওয়ামী দোসর’ বলায় দলীয় কর্মসূচিতে হট্টগোল

সময়ের প্রবাহ:

কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামী আয়োজিত গণমিছিলে দলীয় প্রার্থীকে ‘আওয়ামী দোসর’ বলাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও হট্টগোলের ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্টেশন এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই গণমিছলের শেষ পর্যায়ে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জামায়াতের প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন বক্তব্য দেওয়ার সময় কয়েকজন নেতাকর্মী ক্ষিপ্ত হয়ে মাইক কেড়ে নিয়ে ‘দল বিক্রি চলবে না, আওয়ামী দোসর প্রার্থী মানি না’ স্লোগান দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল শহীদ বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। প্রার্থী নির্বাচনে দলীয় প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, তবে একটি পক্ষ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।”

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, জামায়াতের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad