
সময়ের প্রবাহ:
শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চাইলে ইন্টারভিউ নেবেন বলে জানিয়েছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। এ ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটলেও তিনি ইন্টারভিউ নেবেন বলে জানিয়েছেন।
সম্প্রতি একটি আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা জানান। খালেদ মুহিউদ্দীন বলেন, ‘আমি আসলে একটা জিনিস আবিষ্কার করলাম যে আইনের মধ্যে একটা জায়গা আছে।
আমি আগেই বলি, আমি কোনো দিন কোনো বেআইনি কাজ করতে চাই না। আইনের জায়গাটা হলো যখন কোনো ভিকটিম মনে করবেন যে টেলিভিশনে বা সংবাদমাধ্যমে উপস্থাপিত-প্রদর্শিত কোনো ঘটনা দ্বারা আমার ইতিপূর্বে পাওয়া ট্রমা বাড়তে পারে তাহলে এটা বেআইনি হবে। এটা বাংলাদেশের আইনেও বেআইনি, আমেরিকার আইনেও বেআইনি।’
তিনি বলেন, ‘অনেকেই আমাকে বলেছেন, আমেরিকার টিভিতে তো অনেক নিষিদ্ধ লোক একটি উদাহরণও আমাকে তারা দেখাতে পারবেন না। নিষিদ্ধ কারো ইন্টারভিউ কোনো মার্কিন গণমাধ্যমে প্রকাশ করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী ইন্টারভিউ দিতে চান, এটা যদি আইনে কভার না-ও করে তাহলেও তার ইন্টারভিউ নেব।’

More Stories
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পের টাকা ভাগ নিয়ে ইউএনও-পিআইও দ্বন্দ্ব
প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ দুর্বল, সীমিত বৃষ্টির পূর্বাভাস বাংলাদেশে
তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন সম্ভব নয়: শিশির মনিরের মন্তব্য