
সময়ের প্রবাহ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (২৭ অক্টোবর) ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়াও চলতি সপ্তাহের মধ্যেই সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
আখতার আহমেদ বলেন, “ভোটকেন্দ্রের তালিকা ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। কিছু সংশোধনের প্রস্তাব এসেছিল, সেগুলো যাচাই-বাছাই করে সংশোধন করা হয়েছে। সোমবার সকালে আমরা তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করব।”
উল্লেখ্য, ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২০ অক্টোবরের মধ্যে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশের কথা ছিল। তবে কিছু সংশোধন ও যাচাইয়ের কারণে সময় কিছুটা পিছিয়ে যায়।
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে সচিব বলেন, “মাঠপর্যায়ের কিছু অতিরিক্ত তথ্য আমাদের হাতে এসেছে। সেগুলো যাচাই-বাছাই চলছে। আশা করছি, এ সপ্তাহের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে পারব। আমাদের দায়িত্ব ও সময়সীমা—দুটোর দিকেই নজর রাখা হচ্ছে।”
তিনি আরও বলেন, “পরিকল্পনা অনুযায়ী শতভাগ কাজ সব সময় সম্ভব হয় না। পরিস্থিতি ও বাস্তবতার আলোকে কিছু ক্ষেত্রে সময় নিয়ে সমন্বয় করতে হয়। কিছু বিষয় আগে করা হয়েছে, কিছু বিষয়ে অপেক্ষা করতে হচ্ছে—সবই নির্বাচন প্রক্রিয়ার অংশ।”

More Stories
বিএনপি ক্ষমতায় এলে সুন্দরী নারীরাও রাস্তায় বের হতে পারবে না: মুফতি ফয়জুল করিম
শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চাইলে আমি নেব: খালেদ মুহিউদ্দীন
ইভ্যালির গ্রাহকের টাকা ফেরত না দেওয়ার কারণ জানালো মাহবুব