গৌরনদীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান সোহাগ। বিশেষ অতিথি ছিলেন জেলা উত্তর যুবদলের সদস্য তারিকুল ইসলাম কাফি, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফুয়াদ হোসেন এ্যানি ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির হোসেন।

এছাড়াও উপজেলা যুবদল নেতা রিয়াজ ভূঁইয়া, সিরাজ সরদার, শরীফ জসিম, জাবির হোসেন জুয়েল, এসএম মাসুদ রানা, ইলিয়াস সরদারসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বার্থী ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাইয়ুম খানের নেতৃত্বে, সহ-সভাপতি এনায়েত হোসেন ও সুমন হাওলাদারের সহযোগিতায় একটি আনন্দ মিছিল সভাস্থলে যোগ দেয়।

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad