
সময়ের প্রবাহ:
সাভারের খাগান এলাকায় সংঘর্ষের পর ফাঁকা হয়ে গেছে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাস। মঙ্গলবার সকালে ক্যাম্পাসে দেখা গেছে আগুনে পুড়ে যাওয়া তিনটি বাস ও একটি প্রাইভেট কার, ভাঙা আসবাব, জানালার কাচ ও সীমানা প্রাচীর।
রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটিতে ভাঙচুর চালায়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৪ নভেম্বর পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে।
উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান জানান, হামলাকারীদের আচরণ শিক্ষার্থীসুলভ ছিল না। তাঁরা কার্যালয় ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করেছে। বিষয়টি তদন্তে কমিটি গঠন ও থানায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংঘর্ষের সূত্রপাত হয় রোববার সন্ধ্যায় ‘ব্যাচেলর প্যারাডাইস’ হোস্টেলের সামনে থুতু ফেলাকে কেন্দ্র করে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে কথা-কাটাকাটি থেকে।

More Stories
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের মরদেহ শরীয়তপুরে দাফন
কালকিনিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
কালকিনিতে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার