
ফার্মগেটে মেট্রোরেল থেকে বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের মরদেহ তার নিজ গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় দাফন করা হয়েছে।
গতকাল (২৬ অক্টোবর) মধ্যরাতে মরদেহ গ্রামে পৌঁছালে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। সোমবার সকালে জানাজা শেষে কালামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে, রবিবার রাত ১০টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকার বায়তুল ফালাহ জামে মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় এলাকাবাসী ও স্বজনরা নিহত কালামের স্ত্রী ও দুই শিশু সন্তানের ভরণপোষণের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
নিহত আবুল কালাম আজাদ ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে বিমানের টিকিট বিক্রির কাজ করতেন। তিনি স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
প্রসঙ্গত, রবিবার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের (কেআইবি) সামনে চলন্ত মেট্রোরেল থেকে একটি ভারী বিয়ারিং প্যাড নিচে ছিটকে পড়ে। এতে পথচারী আবুল কালাম আজাদ গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

More Stories
সাভারে সিটি ইউনিভার্সিটিতে হামলা : ফাঁকা ক্যাম্পাসে ক্ষতচিহ্ন
কালকিনিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
কালকিনিতে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার