
সময়ের প্রবাহ:
বরিশালের সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইত্তেসাম পারভেজসহ ৫ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের একাংশের উদ্যোগে সোমবার দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মুন্না খানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম, পৌর ছাত্রদলের যুগ্ন-আহবায়ক আব্দুর রহিম, আরিফুল ইসলাম সুজন, কামরুল হাসান জয়, আল আমিন মোল্লা প্রমুখ। বক্তারা সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইত্তেসাম পারভেজ, বরিশাল জেলা ছাত্র দলের সহ সভাপতি ইমরান খান, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক রাজীব খান, কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সাহারাজ তালুকদারসহ ছাত্রদলের নেতৃবৃন্দের বিরুদ্ধে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

More Stories
গৌরনদীতে উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরনদীতে র্যালী ও আলোচনা সভা
গৌরনদীতে সাত মামলার আসামি ইউপি সদস্য সুলভ গ্রেফতার