যৌন নির্যাতন সইতে না পেরে সৎবাবাকে হত্যা

ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার। সেখানে বাবা নামের এক নরপিশাচ নিজের সৎ মেয়ের উপর লাগাতার যৌন নির্যাতন চালাত। যা সহ্য করতে না পেরে মা ও ভুক্তভোগী কিশোরী মেয়ে দু’জনে মিলে হত্যা করে সৎবাবাকে। চাঞ্চল্যকর এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে মা এবং মেয়েকে।

গতকাল বুধবার রাতে ডোমজুড়ের পার্বতীপুরে নিজ বাড়িতেই খুন হন ওই সৎ বাবা। বিবাহিত ওই ব্যক্তি এর আগে মুম্বাইতে থাকলেও কয়েক বছর ধরে ডোমজুড়ে বাস করছিলেন। সঙ্গে ছিলেন তার দ্বিতীয় পক্ষের স্ত্রী ও তার কিশোরী মেয়ে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে শ্বাসরোধে খুন করা হয়েছে।

প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। তাদের সন্দেহ হলে মৃতদেহ উদ্ধারের পর মা এবং মেয়েকে থানায় আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপরই জেরায় ভেঙে পড়ে ওই দুইজন। মা এবং মেয়ে দু’জনেই পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।

ডোমজুড় থানা পুলিশ এ মামলায় তদন্ত শুরু করেছে। যৌন নিগ্রহের অভিযোগ সত্যি কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ভুক্তভোগী কিশোরীর মেডিকেল টেস্টেরও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সূত্র : সংবাদ প্রতিদিন।

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad