জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন ইমরান

ফাইল ছবি

পাকিস্তানের জাতীয় পরিষদে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনাস্থা প্রস্তাব নিয়ে আজ বিতর্ক হওয়ার কথা ছিল। তবে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব ঘিরে বিতর্কের সময় ভোটাভুটি চাওয়ার পরই তা আগামী রবিবার পর্যন্ত স্থগিত করা হয়। এরপরই জাতির উদ্দেশে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

অনাস্থা ভোট নিয়ে প্রচণ্ড চাপে থাকা ইমরান খান পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, ‘শেষ বল পর্যন্ত আমি লড়াই চালাব। বিদেশি শক্তির সাহায্য নিয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে বিরোধীরা। দেশের সার্বভৌমত্ব নিয়ে কেনাবেচা চলছে। একটি ‘বিদেশি দেশ’ হুমকিপূর্ণ চিঠি পাঠিয়েছে। তবে এটি পাকিস্তানি জনগণের বিরুদ্ধে। এসময় তিনি ওই দেশ যুক্তরাষ্ট্র বলেও উল্লেখ করেন।

ইমরান খান অভিযোগ করেন যে, জাতীয় পরিষদে আনাস্থা প্রস্তাবের আবেদনের আগেই ওই চিঠিতে বলা হয় এ বিষয়ে আলোচনা হচ্ছে। তার মানে হচ্ছে তারা (বিরোধীরা) তাদের সঙ্গে যোগাযোগ রাখছিল। এই চিঠি আমার বিরুদ্ধে ছিল, সরকারের বিরুদ্ধে নয়। সেখানে বলা হয়েছে, অনাস্থা প্রস্তাব পাস হলে পাকিস্তানকে ক্ষমা করে দেয়া হবে, যদি এমনটা না হয়, তাহলে পরিণতি ভোগ করতে হবে।
সূত্র : ডন ও জিও টিভি।

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad