এখানে খেলা অমানবিক: তিতে

আগামী বিশ্বকাপকে সামনে রেখে চলমান বাছাইপর্বের পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে রয়েছে পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল। বলিভিয়ার বিপক্ষে জয়ে নিশ্চিত হয়ে যাবে শীর্ষস্থান। কিন্তু ব্রাজিলের ম্যাচটা যে ভীষণ কঠিন। লা প্লাজে সমুদ্র পিষ্ঠ থেকে ৩ হাজার ৬০০ মিটার উপরে খেলতে হবে সেলেসাওদের।

এই ম্যাচে নিজেদের কৌশলে বদলে আনছেন দলটির কোচ তিতে। লা প্লাজের এই স্টেডিয়ামকে অমানবিক বলছেন তিনি। কিছুটা হলেও তাই রক্ষণাত্মক খেলতে দেখা যাবে নেইমার জুনিয়রদের। নিজেদের পরিকল্পনার কিছুটা ইঙ্গিতও দিয়েছেন তিতে।

তিতে বলেছেন, ‘আমাদের সবসময়ই একটা প্রত্যাশা থাকে, পরিস্থিতি যেমন প্রতিকূলই হোক না কেন। দল এতটা আক্রমণাত্মক থাকবে না শেষ কয়েক ম্যাচে যেমন ছিল কারণ এটা সম্ভব না। এটা অমানবিক, আক্রমণাত্মক খেলার কন্ডিশন এখানে নেই।’

কৌশল জানিয়ে তিতে বলেছেন, ‘এখানে আলাদা স্ট্র্যাটেজি আছে যেমন পজেশন ধরে রাখা। অবশ্যই, আপনি একই ভাবে চালিয়ে যেতে পারবেন না আমরা ঘরের মাঠে যেভাবে খেলি বা স্বাভাবিক কন্ডিশনে।’

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad