‘হ্যাঁ-না’ পোস্টে ফেসবুক সয়লাব, কেন এই প্রচারণা

সময়ের প্রবাহ:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘হ্যাঁ’ ও ‘না’ পোস্টে সয়লাব হয়ে গেছে নিউজফিড। জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে গণভোটের পক্ষে-বিপক্ষে চলছে এ প্রচারণা।

গত ২৮ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনকে ১৮ দফা সুপারিশ দেয়। এতে নভেম্বর মাসে গণভোট আয়োজনের প্রস্তাব করা হয়। এ প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

বিএনপি ও ছাত্রদলের শীর্ষ নেতারা ফেসবুকে ‘না’ পোস্ট দিয়ে গণভোটের বিরোধিতা করছেন। পরে ছাত্রদল তাদের ভেরিফায়েড পেজে চার বিষয়ে ‘না’ জানিয়ে পোস্ট দেয়— সংবিধান থেকে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ বাদ দেওয়া, জুলাই সনদ পরিবর্তন, নির্বাচনের আগে গণভোট, ও জুলাই সনদকে বিকৃত করার বিরুদ্ধে।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গণভোটের পক্ষে অবস্থান নিয়ে ‘হ্যাঁ’ পোস্ট করছে। প্রবাসী লেখক ও চিকিৎসক পিনাকী ভট্টাচার্যও ফেসবুকে “জুলাই সনদকে হ্যাঁ বলুন” লিখেছেন।

এর আগে জাতীয় ঐকমত্য কমিশন নির্বাচনপূর্ব গণভোট আয়োজনের সুপারিশ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রস্তাব জমা দেয়।

 

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad