দেশে এখন দুটি পক্ষ, একটি সংস্কারের পক্ষে ও অন্যটি বিপক্ষে: হাসনাত আবদুল্লাহ

সময়ের প্রবাহ:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেশে এখন দুটি পক্ষ আছে, একটি সংস্কারের পক্ষে আর অন্যটি বিপক্ষে। সংস্কারের পক্ষে থাকা গোষ্ঠী আমাদের কাছাকাছি, আর বিপক্ষে থাকা দল সংস্কারের থেকে দূরে সরে গেছে।’

আজ শনিবার বরগুনার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির সমন্বয় সভায় তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষর করার আগে সেটি ভালোভাবে দেখতে হতো। তিনি প্রশ্ন তুলেছেন, ‘কেন সনদ না দেখে স্বাক্ষর করা হলো? প্রক্রিয়াটি আগে জাতির সামনে প্রকাশ করা উচিত ছিল। আমরা অবিবেচকের মতো স্বাক্ষর করি নি।’

শাপলা প্রতীকের বরাদ্দ প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কোন নীতিমালার ভিত্তিতে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া হলো, তা স্পষ্ট নয়। অন্যান্য দলকে কেন প্রতীক দেওয়া হয়েছে, তার ব্যাখ্যাও দেওয়া হয়নি। এটি নির্বাচন কমিশনের অস্বচ্ছতা প্রকাশ করে।’

বিএনপির সঙ্গে জোটের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে জোট হচ্ছে কি না, আমি জানি না। তবে ৫ আগস্টের পর সংস্কারের পক্ষে যারা অবস্থান নিয়েছেন, তাঁদের সঙ্গে থাকব।’

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad