কিছু দল ঐকমত্য কমিশনে ফাঁদে পড়েছে: জাপা

সময়ের প্রবাহ:

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, কিছু রাজনৈতিক দল ইতিমধ্যেই ঐকমত্য কমিশনে গিয়ে বা স্বাক্ষর করে একধরনের ফাঁদে পড়েছে। তবে তিনি স্পষ্ট করেননি কোন দলগুলো।

তিনি বলেন, কমিশন ৫৬টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দলকে বাদ দিয়েছে। যেসব দল অংশ নিয়েছে, তাদের মধ্যে অনেকের মধ্যে মতবিরোধ আছে। কিছু দল পুরোপুরি অংশ নিয়েছে, আবার কিছু দল অংশ নিয়ে পরে দ্বিমত প্রকাশ করেছে।

শামীম হায়দার পাটোয়ারী বর্তমান প্রশাসনিক কাঠামো বিএনপি, জামায়াত ও এনসিপির নিয়ন্ত্রণে আছে দাবি করেছেন। তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছিল। অন্য কোনো দল যদি ভোটে অংশ নেয়, এই কাঠামো সুষ্ঠু নির্বাচন সম্ভব করবে না।

তিনি আরও উল্লেখ করেন, সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নেই। তবে গণভোটের দাবি সংসদে পাস হওয়ার আগে বাস্তবায়ন হলে ঐকমত্য কমিশনের মর্যাদা সংসদের সমতুল্য হবে।

এ সময় জাপার কো–চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, রংপুর জেলার আহ্বায়ক আজমল হোসেনসহ অন্যান্য নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad