খোঁজ নেই ডন ও সামিরার

 

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি তার সাবেক স্ত্রী সামিরা হক ও খলনায়ক ডনের খোঁজ মিলছে না।

মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে এক নম্বর আসামি সামিরা হক ও চার নম্বর আসামি ডন। অন্যান্য আসামির মধ্যে রয়েছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আবদুস সাত্তার, সাজু ও ফরহাদ।

২০ অক্টোবর আদালতের নির্দেশে সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তর করা হয়। পরদিন রমনা থানায় মামলা করেন নায়কের মামা আলমগীর কুমকুম।

এরপর থেকেই সামিরা ও ডনের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। সামাজিকমাধ্যমেও যোগাযোগ করা যাচ্ছে না তাদের সঙ্গে।

রমনা থানার ওসি গোলাম ফারুক জানিয়েছেন, আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং তাদের অবস্থান শনাক্তে প্রযুক্তির সহায়তায় অভিযান চলছে।

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad