
সময়ের প্রবাহ:
বাবার দীর্ঘদিনের ইচ্ছা ছিল ছেলের বিয়ের দিনে আকাশপথে হেলিকপ্টারে করে বউ বরণ করে আনবেন। অবশেষে সেই ইচ্ছা পূরণ হলো।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল জেলার গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডের টরকী বন্দরে এমন এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন হয়। সেদিন আকাশ পথে হেলিকপ্টারে করে কনে বরণ করতে আসেন সদ্য এমবিবিএস পাস করা চিকিৎসক ডা. নাজমুল হুদা রায়হান।
তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বারেক মিয়ার ছেলে। কনে ডা. খালেদা মঞ্জু নওরিনও সদ্য এমবিবিএস পাস করেছেন। তিনি বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের হোমিওপ্যাথি চিকিৎসক ডা. খালেদ সাইফুলের মেয়ে।
উভয় পরিবারের আনুষ্ঠানিক সম্মতিতে বিয়ের পর কনে খালেদা মঞ্জু নওরিনকে টরকী বন্দরের মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে হেলিকপ্টারে করে বর নাজমুল হুদা রায়হানের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে নিয়ে যান।
হেলিকপ্টার আসার খবর পেয়ে আশপাশের এলাকাবাসী স্কুলমাঠে ভিড় জমায়। আকাশ থেকে নামা হেলিকপ্টার দেখার জন্য এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই হেলিকপ্টারের সঙ্গে সেলফি তুলে সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখেন।

More Stories
গৌরনদীতে উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পের টাকা ভাগ নিয়ে ইউএনও-পিআইও দ্বন্দ্ব
প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ দুর্বল, সীমিত বৃষ্টির পূর্বাভাস বাংলাদেশে