রাশিয়া আবারো ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে : ইউক্রেন

থামছেই না ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান। এবার ইউক্রেন অভিযোগ করলো- আবারো রাশিয়া ব্যাপক আকারে হামলার প্রস্তুতি নিচ্ছে। বুধবার এ অভিযোগ করেন- ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অলেক্সান্ডার মোতুজিয়ানিক। খবর বিবিসির।

মোতুজিয়ানিক বলেন, এখনও অবরুদ্ধ বন্দরনগরী মারিওপোল, লুহানস্কের পপাসনা ও রুবিঝনে দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। মূলত পূর্বাঞ্চলে ইউক্রেনের সেনাদের ঘিরে ফেলার যে পরিকল্পনার কথা জানিয়েছিল রাশিয়া সে অনুযায়ীই তারা এগোচ্ছে।

তিনি বলেন, দেখা গেছে, কিয়েভ ও চেরনিহিভ অঞ্চল থেকে রাশিয়া কিছু সেনা সরিয়ে নিচ্ছে। তবে এটি ব্যাপক আকারে সেনা প্রত্যাহার মনে করছে না ইউক্রেনের সেনাবাহিনী।

অন্যদিকে রাশিয়া জানিয়েছে, শান্তি আলোচনায় ‘পারস্পরিক আস্থা বাড়ানোর’ প্রচেষ্টায় দেশটি ‘কয়েকগুণ সামরিক তৎপরতা হ্রাস করবে’।

তারা আরও জানিয়েছে, ক্রিমিয়া ও দোনবাস অঞ্চল নিয়ে মস্কোর অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ক্রিমিয়া রাশিয়ার অংশ। রাশিয়ার সংবিধান অন্য কারও সাথে দেশের অঞ্চলের ভাগ্য নিয়ে আলোচনা করতে অনুমোদন দেয় না।

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad