
রিপোর্ট- মস্তু মিয়া, ব্রাহ্মণবাড়িয়া।
আখাউড়া পুলিশের কোয়ালিটি এ্যারেস্ট এর অধীনে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আওয়ামী যুবলীগের ২ সদস্য কে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা হলেন, অত্র উপজেলার মোগড়া বাজার এলাকার পিতা মৃত নোয়াজ আহাম্মেদ মুন্সীর পুত্র শেখ সাদী (৫২), শেখ সাদী মোগড়া ইউপি যুবলীগের সদস্য।
আটক অপরজন হলেন, উপজেলার মোগড়া এলাকার বাবুল প্রফেসরের বাড়ীর পাশে পিতা মৃত আলী আহাম্মদ মিয়ার পুত্র আদেল মাহমুদ রাজু (৪৩), সেও মোগড়া ইউপির যুবলীগের সদস্য।


More Stories
রাংটিয়ায় ১২ বছরের শিশু সিপন নিখোঁজ
শীলখালী চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ এক তরুণ গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফের যোগদান