ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

রিপোর্ট- মস্তু মিয়া

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর ২০২৫) দুপুর ১টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে তিন মাদক কারবারিকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে মো. হানিফ মিয়ার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— মো. হানিফ মিয়া (৪৫), পিতা মন্তু মিয়া ও মাতা আঙ্গুরা বেগম। ঠিকানা: রাজাপুর (আশ্রয়ন প্রকল্পবাসা নং ৫৫), থানা আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া। মোসা. রোজিনা আক্তার (৩৫), স্বামী কামরুল হাসান ও পিতা আবদুল আলিম। ঠিকানা: রামধনঘর (কানাপট্টি), থানা আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া। মোসা. হিমা আক্তার (৩২), স্বামী মতিউর রহমান ও পিতা লোকমান মিয়া। ঠিকানা: শ্যামারকান্দি চাঁনবাড়ী, থানা বিশ্বম্ভরপুর, জেলা সুনামগঞ্জ।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad