
রিপোর্ট- মোঃ শাহীন হাওলাদার, ফরিদপুর ।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন যুবককে আটক করেছে পুলিশ। তারা টিটু সরদারের বাড়ির একটি ঘরে গোপনে হাতবোমা তৈরির কাজ করছিল বলে জানা গেছে। বুধবার (১২ নভেম্বর) দুপুর ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন—রাজ ইসলাম (২৫), পিতা আলতাফ, জেলা টাঙ্গাইল; রাকিব (২৪), পিতা নুর মোহাম্মদ, জেলা চাঁদপুর ও জিয়াউর রহমান (২৮), পিতা জালাল উদ্দিন, জেলা সুনামগঞ্জ।
অভিযানে হাতবোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, আসন্ন ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত লকডাউনে নাশকতার উদ্দেশ্যে এসব হাতবোমা প্রস্তুত করা হচ্ছিল।


More Stories
রাংটিয়ায় ১২ বছরের শিশু সিপন নিখোঁজ
শীলখালী চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ এক তরুণ গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফের যোগদান