গৌরনদীতে পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

সময়ের প্রবাহ:

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বরিশালের গৌরনদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন, স্মারকলিপি পেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ গৌরনদী উপজেলার আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে দাবি আদায়ের লক্ষ্যে ঘন্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ষ্টাফ জিএম আব্দুর রব, মো. মেহেদী হাসান, আব্দুল হালিম, মো. শিপন হাওলাদার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীমের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad