লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: অন্তর্বর্তী সরকারের নতুন উদ্যোগ

সময়ের প্রবাহ:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় লটারির মাধ্যমে এসব এসপি নির্বাচন করা হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে। খুব শিগগিরই এ–সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হবে।

লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধি। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন। তিনি বলেন, “লটারির মাধ্যমে সব জেলার এসপি চূড়ান্ত হয়েছে, সরকারি আদেশ হলে তাঁরা কাজে যোগ দেবেন।”

সূত্র জানায়, অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালনকারীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি নতুন তালিকা করা হয়। সেই তালিকা থেকেই লটারি করে ৬৪ জন কর্মকর্তাকে নির্বাচন করা হয়।

নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ের পুলিশি দায়িত্বে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এর আগে গত শনিবার এসপি, ডিআইজি ও ওসিদের ব্যাপক রদবদল নিয়ে আলোচনা করেন কয়েকজন উপদেষ্টা ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

এসপি পদায়ন চূড়ান্ত হওয়ার পর এবার থানার ওসি নিয়োগও লটারির ভিত্তিতেই দেওয়া হবে। ইতোমধ্যে সৎ, নিরপেক্ষ ও যোগ্য পরিদর্শকদের পৃথক তালিকা সংগ্রহ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, “নির্বাচনকেন্দ্রিক পুলিশিং নিয়ে কোনো বিতর্ক এড়াতেই লটারির পদ্ধতি নেওয়া হয়েছে। এতে মাঠপর্যায়ে নিশ্চিত হবে নিরপেক্ষ কর্মকর্তা।”

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad