
রিপোর্ট- সামজাদ জসি
ব্রাহ্মণবাড়িয়া-০৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন তালিকায় আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার নাম না থাকায় তার সমর্থনে এবং মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে কসবা পৌর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সুপার মার্কেট মোড় থেকে শুরু হওয়া মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কসবা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে অংশ নেন কসবা উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, উপজেলা কলেজ ছাত্রদল, নবীন দল ও পৌর যুবদলের নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন—
দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে মাঠে থেকে নেতৃত্ব দেওয়া ত্যাগী নেতা কবির আহমেদ ভূঁইয়াকে উপেক্ষা করে কানাডাপ্রবাসী এক ব্যক্তিকে সম্ভাব্য প্রার্থী তালিকায় স্থান দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
নেতাকর্মীদের দাবি, কসবার বাস্তব রাজনৈতিক আন্দোলন, মিছিল-মিটিং এবং দলের কঠিন সময়ে কবির আহমেদ ভূঁইয়া সামনের সারিতে ছিলেন। অন্যদিকে যার নাম তালিকায় রয়েছে, তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন এবং আন্দোলনে মাঠে উপস্থিত ছিলেন না। সুতরাং কবির আহমেদ ভূঁইয়াই এ আসনে চূড়ান্ত মনোনয়নের যোগ্য বলেও দাবি জানান তারা।
এসময় বক্তব্য দেন কারা নির্যাতিত ছাত্র নেতা আরিফুল ইসলাম জুয়েল, এনামুল হক আপেল, মো. শিমুল মিয়াসহ আরও অনেকে।
তারা বলেন, “কসবায় আন্দোলনের নেতৃত্ব যিনি দিয়েছেন, আমরা তার সাথেই আছি। ত্যাগী নেতার যথাযথ মূল্যায়ন চাই।”
বিক্ষোভ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি মনোনয়ন পুনর্বিবেচনার জোর দাবি জানানো হয়।


More Stories
রাংটিয়ায় ১২ বছরের শিশু সিপন নিখোঁজ
শীলখালী চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ এক তরুণ গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফের যোগদান