ফরিদপুরে নববধূ রোদেলা হত্যা মামলা: স্বামী সোহানের মৃত্যুদণ্ড, ৭ আসামি খালাস

রিপোর্ট- মো. শাহীন হাওলাদার

ফরিদপুরের বহুল আলোচিত নববধূ সাজিয়া আফরিন রোদেলা (২০) হত্যা মামলায় তার স্বামী সোহানুর রহমান সোহান (৩৫)-কে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

রায়ে আদালত নির্দেশ দেন, বিদেশে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর সাতজন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৩ জানুয়ারি ফরিদপুরের গোয়ালচামটের নতুন বাজার মহল্লার মমিনুর রহমান সেন্টুর ছেলে আসাদুল সোহান (২৮) ও রোদেলার বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকেই সোহান বিভিন্ন অজুহাতে রোদেলাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।

একপর্যায়ে ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি সোমবার রোদেলাকে হত্যা করে আত্মহত্যার ঘটনা বলে দাবি করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ময়নাতদন্ত রিপোর্টে এটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া যায়।

পরবর্তীতে রোদেলার পরিবার যৌতুকের মামলা দায়ের করলে পুলিশ সোহানসহ কয়েকজনকে আসামি করে চার্জশিট দেয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করে।

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad