
সময়ের প্রবাহ:
দেশব্যাপী আওয়ামী লীগের তথাকথিত অপতৎপরতা ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ১৩ নভেম্বর (বুধবার) বিকেলে গৌরনদী উপজেলা যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের অব্যাহত অপতৎপরতা ও গণতান্ত্রিক পরিবেশ ধ্বংসের চেষ্টার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা জনগণের অধিকার আদায়ে যুবসমাজকে সচেতন ও সংগঠিত থাকার আহবান জানান।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহানুর রহমান সোহাগ ও তারিকুল ইসলাম কাফী। উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফুয়াদ হোসেন এনি, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক রিয়াজ ভুইয়া, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য যুবদল-ছাত্রদল নেতাকর্মী।
বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে যুবদল রাজপথে থাকবে, কোন অন্যায়-অত্যাচার সহ্য করা হবে না।


More Stories
রাংটিয়ায় ১২ বছরের শিশু সিপন নিখোঁজ
গৌরনদীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত
শীলখালী চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ এক তরুণ গ্রেপ্তার