
রিপোর্ট- মোঃ মেহেদী হাসান
বরিশালের গৌরনদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় নবনির্মিত এই কার্যালয়ের উদ্বোধন শেষে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল খান, জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু খান, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক পৌর আহ্বায়ক মোঃ জাকির শরীফ, সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ জাকির হোসেন রাজা, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাচ্চু, পৌর যুবদল নেতা মোঃ রিয়াজ ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দল গৌরনদী উপজেলা তানিয়া আক্তার। এবং স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্যে এম জহির উদ্দিন স্বপন দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও দলের কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।


More Stories
রাংটিয়ায় ১২ বছরের শিশু সিপন নিখোঁজ
গৌরনদীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত
শীলখালী চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ এক তরুণ গ্রেপ্তার