সাংবাদিকদের সঙ্গে ধানের শীষের প্রার্থী’র শুভেচ্ছা বিনিময়

সময়ের প্রবাহ:

বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিমিয় ও চা চক্র করেছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

শুক্রবার সকালে উপজেলার সরিকল গ্রামের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন, প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার কাওসার হোসেন, প্রেসক্লাবের প্যানেল আহবায়ক গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান, সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ, সদস্য কাজী আল আমীন, মোল্লা ফারুক হাসান, লিটন খান প্রমূখ।

এসময় বিএনপি মনোনীত প্রার্থী আগামী নির্বাচনে একজন প্রার্থী হিসেবে সাংবাদিকদের কাছে ন্যায্য আচরণ দাবী করেন।

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad