হেলিকপ্টারে গণসংযোগে এলেন ‘মনোনয়নবঞ্চিত’ বিএনপি নেতা

সময়ের প্রবাহ:

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন না পেলেও দলীয় নেতা মো. সাদিকুর রহমান আজ বৃহস্পতিবার বিকেলে হেলিকপ্টারে চড়ে নিজ এলাকায় গণসংযোগে আসেন। ঘটনাটি ঘটে মেলান্দহ উপজেলার বেলতৈল উচ্চবিদ্যালয় মাঠে, যেখানে তাঁর আগমনের খবর পেয়ে শত শত মানুষ জড়ো হন।

বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় নাম না থাকলেও স্থানীয়ভাবে নিজের উপস্থিতি জানান দিতেই ঢাকায় পোশাক ব্যবসায়ী সাদিকুর রহমান হেলিকপ্টারে আসেন। তিনি মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর গ্রামের বাসিন্দা।

বিকেলে বেলতৈল উচ্চবিদ্যালয় মাঠে অবতরণের পর তিনি এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন। পরে সমর্থকদের নিয়ে মিছিলসহ নিজের গ্রামে যান।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সাদিকুর বলেন,

“আমরা নির্বাচনী ট্রেনে উঠে গিয়েছি। দলের হাই কমান্ড মাঠপর্যায়ের অবস্থা পর্যবেক্ষণ করছেন। আমি বিশ্বাস করি, সঠিক মূল্যায়ন হলে আমাকে মনোনয়ন দেওয়া হবে।”

সহিংসতা পরিহারের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন,

“সারা দেশে যখন জ্বালাও-পোড়াও চলছে, তখন আমার কর্মীরা শান্তিপূর্ণভাবে কাজ করছে। আমি তাদের বলব—ধানের শীষের পক্ষে থাকুন, কোনো সহিংসতায় জড়াবেন না।”

বর্তমানে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তনবিষয়ক সহসম্পাদক মো. মোস্তাফিজুর রহমান। তবে সাদিকুরের সমর্থকদের বিশ্বাস—মনোনয়ন পরিবর্তনের সম্ভাবনা এখনো খোলা আছে।

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad