ফরিদপুরে ১১ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্ট- মো: শাহীন হাওলাদার

ফরিদপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে ফরিদপুর কোতয়ালী থানার মাচ্চর আমীরাবাদ রেল স্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই দুই নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— তিলকজান (৫০), স্বামী মো. নবির মন্ডল, গ্রাম ভাগজতচর, দৌলতপুর, কুষ্টিয়া।
কহিনুর বেগম (৪৮), স্বামী আসমত বেপারী, গ্রাম ক্রোফটনগর, দৌলতপুর, কুষ্টিয়া।

র‌্যাব জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা ও কুষ্টিয়া জেলাসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, তিলকজানের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ৪টি ও কহিনুর বেগমের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত গাঁজাসহ তাদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে থানায় হস্তান্তর করা হয়েছে।

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad