জামায়াতে ইসলামীর সঙ্গে আইএমএফ-এর প্রতিনিধিদলের বৈঠক

সময়ের প্রবাহ:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বেলা ১২টার দিকে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আইএমএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ মিশনের উপদেষ্টা ক্রিস পাপাজর্জিউ। তার সঙ্গে ছিলেন ঢাকাস্থ আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো, ডেপুটি চীফ অব মিশন আইভো ক্রেজনার এবং অর্থনৈতিক বিশ্লেষক তাওহিদ এলাহি।

জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, শিক্ষাবিদ ড. আবদুর রব এবং শফিউল্লাহ।

বৈঠকে বাংলাদেশের টেকসই অর্থনীতি গড়ে তোলা, করব্যবস্থা সংস্কার, সামাজিক খাতের উন্নয়ন এবং আর্থিক স্থিতিশীলতা রক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad