গৌরনদীতে কেন্দ্রভিত্তিক যুবদল গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

সময়ের প্রবাহ:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে কেন্দ্রভিত্তিক যুবদলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর বিকেলে গৌরনদী উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব সায়দুল আলম সেন্টু খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের নেতা জনাব সোহানুর রহমান সোহাগ, এবং জেলা যুবদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য জনাব তারিকুল ইসলাম কাফী।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জনাব ফুয়াদ হোসেন এনি, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবনেতা জসিম শরীফ। আলোচনা সভায় বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
প্রধান অতিথি জনাব সায়দুল আলম সেন্টু খান কেন্দ্রভিত্তিক যুবদলকে সংগঠিত করে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এসময় গৌরনদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বিশেষ করে সকাল ইউনিয়নের নেতাকর্মীরা, নির্বাচনী কার্যক্রমকে আরও গণমুখী ও সংগঠিত করার জন্য গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
সভায় বক্তারা জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা জনাব জহির উদ্দিন স্বপনের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad