মাইকিং করে ছোট ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা বৃদ্ধের

সময়ের প্রবাহ:

গাইবান্ধার পলাশবাড়ীতে এক বৃদ্ধ নিজ ছোট ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা দিতে পুরো গ্রামজুড়ে মাইকিং করেছেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলার বৈরীহরিণমারী গ্রামে ঘটে এই অদ্ভুত ঘটনা। স্থানীয়রা জানান, কদ্দুস মিয়া নামের ওই বৃদ্ধ দুপুরে রিকশায় মাইক বাজিয়ে ঘোষণা দেন—শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের পর তিনি তার ছোট ভাই হাবিজারের সঙ্গে মারামারি করবেন। সবাইকে জানানোর জন্যই তিনি এভাবে প্রচারণা চালান।

দুই ভাইয়ের মধ্যে পানের বরজের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কদ্দুস মিয়া জানান, আর সহ্য করতে পারছেন না, তাই এবার প্রকাশ্যে লড়াইয়ে নামবেন।

ঘটনাটি জানাজানি হতেই গ্রামজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা বলেন, ঝগড়া-বিবাদ শোনা যায়, কিন্তু “মাইক ভাড়া করে মারামারির ঘোষণা”—এটা একেবারেই নতুন অভিজ্ঞতা।

পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো বলেন, ঘটনাটি জানার পর দুই ভাইকে থানায় ডেকে সমঝোতা করানো হয়েছে। কদ্দুস মিয়া নিজের ভুল স্বীকার করেছেন এবং বলেছেন, মাইকিং করে এমন ঘোষণা দেওয়া তার উচিত হয়নি।

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad