
রিপোর্ট- মস্তু মিয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে বিশেষ অভিযানে ১৬ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় এক মাদক কারবারীকেও গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার (২৫ নভেম্বর ২০২৫) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে আশুগঞ্জ থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নিরেন্দ্র পাল (৩৪) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১৬ (ষোল) বোতল বিদেশী মদ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধারকৃত বিদেশী মদ现场 উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত নিরেন্দ্র পাল (৩৪) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার, বদরপুর গ্রামের হিরেন্দ্র পালের ছেলে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।


More Stories
রাংটিয়ায় ১২ বছরের শিশু সিপন নিখোঁজ
শীলখালী চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ এক তরুণ গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফের যোগদান