
রিপোর্ট- মস্ত মিয়া, ব্রাহ্মণবাড়িয়া ।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) দুপুর ১২টা ০৫ মিনিটে আশুগঞ্জ থানা এলাকার চরচারতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আশুগঞ্জ থানার একটি টিম এলাকায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনার সময় দুইজনকে সন্দেহভাজন অবস্থায় আটক করে। পরবর্তীতে তল্লাশিতে তাদের হেফাজত থেকে ৮ (আট) কেজি গাঁজা এবং মাদক বহনে ব্যবহৃত লাল রংয়ের একটি Yamaha মোটরসাইকেল উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে নিয়ম মেনে জব্দ তালিকা প্রস্তুত করে মালামাল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আজমল (২৯), পিতা: মোঃ আনোয়ার হোসেন, মাতা: আকলিমা বেগম, সাং: খোলামোড়া মডেল (টাইলস মসজিদ), থানা: কেরাণীগঞ্জ, জেলা: ঢাকা। আবিদ কামরান (২৯), পিতা: মৃত আলী হোসেন আনসারী, মাতা: আকলিমা আনসারী, মহল্লা বাসা নং–২৩, রোড–৬, সেকশন–১২, ব্লক–ই
থানা: পল্লবী, জেলা: ঢাকা (ডিএমপি) পুলিশ জানায়, এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।


More Stories
রাংটিয়ায় ১২ বছরের শিশু সিপন নিখোঁজ
শীলখালী চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ এক তরুণ গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফের যোগদান