
সময়ের প্রবাহ:
“মোরা আর জীবন বাঁচাইতে পলাইয়া রামশীল যাইতে চাই না। নিজেদের বাড়ি-ঘরে নিরাপদে থাকতে চাই। যারা আগে আমাদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছে, সেইসব লোকজন আবার ভোট চাইতে মাঠে নামছে—এটা দেখে আমাদের মধ্যে আবার ভয় তৈরি হয়েছে।”
এভাবেই আবেগাপ্লুত কণ্ঠে কথাগুলো বলছিলেন বরিশাল বিভাগের সংখ্যালঘু অধ্যুষিত আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা প্রমিলা মধু। একইভাবে প্রতিক্রিয়া জানান শিখা রাণীসহ অন্যরাও।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও স্থানীয়ভাবে ‘ক্লিন ইমেজের নেতা’ হিসেবে পরিচিত ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়ার দাবিতে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে এসব অভিযোগ ওঠে।
আগৈলঝাড়া উপজেলা হিন্দু সম্প্রদায়ের ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ শত শত নারী-পুরুষ অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সম্প্রদায়ের নেতা নবীন সরকার। বক্তব্য দেন রবীন্দ্রনাথ গাইন, দীলিপ ঘটক, বিধান সরকার, হরিপদ বাড়ৈ, হাসি মধু, শিখা রাণী, প্রমিলা মধুসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বিএনপির খসড়া তালিকায় যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, ওয়ান-ইলেভেনের সময় তিনি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও পরিবারকে নিয়ে কটূক্তি করেছিলেন। এছাড়া তার সংসদ সদস্য থাকাকালীন সময়েই এ আসনের সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তারা। সেইসময় বহু মানুষ জীবন বাঁচাতে রামশীলে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হন। ওই ব্যক্তিকে পুনরায় মনোনয়ন দেওয়ার খবরে সংখ্যালঘুদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে দাবি বক্তাদের।
সমাবেশে অংশ নিয়ে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুগ্ম সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম বলেন, ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, হামলা-মামলার শিকার হয়েছেন, কারাভোগ করেছেন এবং নেতাকর্মীদের পাশে থেকেছেন। তার ব্যক্তিগত অর্থে বহু কর্মীর জামিনও করিয়েছেন। ফলে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ তাকে আস্থার প্রতীক হিসেবে দেখে।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বরিশাল–১ আসনের বিএনপি নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিসহ হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।


More Stories
রাংটিয়ায় ১২ বছরের শিশু সিপন নিখোঁজ
গৌরনদীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত
শীলখালী চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ এক তরুণ গ্রেপ্তার