“তৃণমূলের মতামত উপেক্ষা”—নওগাঁ-২ এ বিক্ষোভ ও মানববন্ধন

সময়ের প্রবাহ:

নওগাঁ-২ (পত্নীতলা–ধামইরহাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার জিরো পয়েন্ট এলাকায় মনোনয়নবঞ্চিত প্রার্থী খাজা নাজিবুল্লাহ চৌধুরীর কর্মী–সমর্থকেরা এ কর্মসূচি পালন করেন।

বিএনপি ইতোমধ্যে এ আসনে দলটির কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খানের নাম ঘোষণা করেছে। তবে তৃণমূল নেতা–কর্মীরা দাবি করছেন, আন্দোলন–সংগ্রামে পরীক্ষিত নেতা নাজিবুল্লাহকে বাদ দিয়ে একটি “বিতর্কিত” ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সকাল ১১টা থেকে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ব্যানার–ফেস্টুন নিয়ে মানববন্ধন করেন পত্নীতলা ও ধামইরহাট উপজেলার ১৯ ইউনিয়ন এবং দু’টি পৌরসভার নেতা–কর্মীসহ সাধারণ মানুষ। মানববন্ধনের আগে জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের শাসনামলে হরতাল–অবরোধসহ বিভিন্ন আন্দোলনে খাজা নাজিবুল্লাহ মাঠে ছিলেন, তৃণমূল নেতাদের পাশে ছিলেন। অথচ তাঁদের মতামত উপেক্ষা করে সামসুজ্জোহা খানকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁরা প্রার্থী ঘোষণায় পুনর্বিবেচনা চান।

নজিপুরের সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন বলেন, নাজিবুল্লাহ ত্যাগী ও কারা-নির্যাতিত নেতা, তাঁর নেতৃত্বে এলাকায় বিএনপি ঐক্যবদ্ধ। প্রার্থী পুনর্বিবেচনা না হলে তৃণমূল বিএনপি বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ধামইরহাট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রুহুল আমিন বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগবিরোধী সব আন্দোলনে সক্রিয় ছিলেন নাজিবুল্লাহ। তাই তাঁকেই মনোনয়ন দেওয়া তৃণমূলের দাবি।

মনোনয়ন পাওয়া সামসুজ্জোহা খান বলেন,
“দলীয় সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল। ক্ষোভ প্রকাশকারীদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান হবে।”

অন্যদিকে নাজিবুল্লাহ বলেন,
“দলের জন্য কাজ করছি। পুনর্বিবেচনা হলে মনোনয়ন পেতে পারি। দলই সবার আগে।”

সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন। আরও বক্তব্য দেন মিজানুর রহমান, রেজাউল ইসলাম, নাহিদা সুলতানা, রকিবুল হাসান এবং আবু তাহের প্রমুখ।

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad