ভাঙ্গায় সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে দুই গ্রামে সংঘর্ষ, আহত ২৫

রিপোর্ট- মো: শাহীন হাওলাদার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
রবিবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার হামেরদী ইউনিয়নের সিঙ্গারিয়া গ্রামে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সিঙ্গারিয়া গ্রামের মনি মোল্লা ও আসাদ মেম্বারের নেতৃত্বাধীন দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর সূত্রপাত হয় বৃহস্পতিবার বাবুল মোল্লার ছেলের সুন্নতে খতনা অনুষ্ঠানে সাউন্ডবক্স জোরে বাজানো নিয়ে। অনুষ্ঠানের একপর্যায়ে সাউন্ডবক্স কমাতে বলাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গিয়ে সাউন্ডবক্স বন্ধ করে দেয়।

ঘটনার জেরে রবিবার সকালে উত্তেজনা আবার চরমে ওঠে। অভিযোগ রয়েছে, সকালে মনি মোল্লার পক্ষের লোকজন আসাদ মাতুব্বরপন্থী জাফর মাতুব্বরকে মারধর করে তার তিনটি দাঁত ভেঙে দেয়। খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় এক ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ায় কমপক্ষে ২৫ জন আহত হন।

খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, “সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এখনও কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad