সমৃদ্ধ উলিপুর গড়ার অঙ্গীকার ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর

রিপোর্ট- মোঃ সোলায়মান গনি, কুড়িগ্রাম।

উলিপুরের সামগ্রিক উন্নয়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার মহাপরিকল্পনা ঘোষণা করেছেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। তিনি বলেন, উলিপুরের মাটি ও মানুষের আহ্বানে সাড়া দিয়ে শিক্ষা, কৃষি, কর্মসংস্থান, সুশাসন ও সামাজিক সুরক্ষার সমন্বয়ে একটি “আধুনিক ও সমৃদ্ধ উলিপুর” গড়ে তোলাই তার জীবনের বড় লক্ষ্য।

আধুনিক সংযোগ ও পর্যটন উন্নয়ন সড়ক, সেতু, বাঁধ, বিদ্যুৎ ও সৌর বিদ্যুৎ সুবিধা বৃদ্ধি, ইন্টারনেট সেবা সম্প্রসারণ এবং হাটবাজার আধুনিকায়নকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নের পাশাপাশি উলিপুরকে দেশের নতুন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান তিনি।

স্মার্ট কৃষি ও বাজার উন্নয়ন

স্মার্ট প্রযুক্তিভিত্তিক কৃষি ব্যবস্থা চালুর পাশাপাশি উন্নত বীজ সরবরাহ, কৃষি ক্লিনিক, নদী–খাল পুনঃখনন, কৃষিপণ্য সংরক্ষণ ব্যবস্থা ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণের উদ্যোগ নেওয়ার কথা জানান ব্যারিস্টার সালেহী। কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ বাড়িয়ে কৃষকদের আয়ের পথ সম্প্রসারণও তার পরিকল্পনার অংশ।

স্বনির্ভর চরাঞ্চল গঠন

চরাঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও নৌপথ যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি ভ্রাম্যমাণ স্বাস্থ্য–শিক্ষা ইউনিট চালুর ঘোষণা দেন তিনি। বালিভিত্তিক ও খনিজসম্পদভিত্তিক শিল্পের সম্ভাবনা কাজে লাগিয়ে চর এলাকায় শিল্প স্থাপন, কৃষিভিত্তিক বিকল্প অর্থনীতি গড়ে তোলা এবং “ফাইভ জিরো” ও “এসইই” প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিয়েছেন।

সুশাসন ও সামাজিক সুরক্ষা

ধর্ম–বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রশাসন গঠন, গণশুনানি চালু, দুর্নীতিবিরোধী কমিটি, নারী–সংখ্যালঘু–প্রতিবন্ধীদের অগ্রাধিকার এবং সন্ত্রাস–মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন ব্যারিস্টার সালেহী। তিনি “জিরো ক্রাইম কমিউনিটি” ও দুর্নীতিমুক্ত ডিজিটাল স্থানীয় সরকার গঠন করে দারিদ্র্য বিমোচনের পরিকল্পনাও প্রকাশ করেন।

ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর বক্তব্য

তিনি বলেন,
“ন্যায় ও উন্নয়নের পাশে মানুষ থাকলে সমৃদ্ধি আসবেই। আন্তর্জাতিক অঙ্গনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দারিদ্র্য, অবহেলা, নদীভাঙন ও বেকারত্ব দূর করে শিক্ষা, যোগাযোগ, কৃষি উন্নয়ন, পুনর্বাসন, নিরাপত্তা ও ন্যায়বিচারে সমৃদ্ধ একটি আধুনিক উলিপুর গড়ে তোলা—এটাই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অঙ্গীকার।”

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad