গৌরনদীতে স্বামী-স্ত্রীকে হাতুড়িপেটা, থানায় অভিযোগ

সময়ের প্রবাহ:

সদ্য নির্মিত ইটের রাস্তা দিয়ে ভারি যানবাহন চলাচলে বাধা দেওয়ায় স্বামী-স্ত্রীকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। রবিবার (২ নভেম্বর) রাতে গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই গ্রামের মুদি ব্যবসায়ী হারুন বেপারী (৭০) ও তার স্ত্রী কহিনুর বেগম (৬০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন হারুন বেপারী জানান, সম্প্রতি শাহাজিরা গ্রামের একটি মাটির রাস্তা ইট সলিং করা হয়। ঠিকাদাররা ভারি যান চলাচলে নিষেধ করলেও স্থানীয় হান্নান বেপারী ভারি গাড়িতে ইট-বালু পরিবহন করে রাস্তা ক্ষতিগ্রস্ত করেন।

রবিবার সকালে হারুন বেপারী তাকে কিছুদিন অপেক্ষা করতে অনুরোধ করলে হান্নান ও তার ছেলে জিসান ক্ষিপ্ত হয়ে হাতুড়ি দিয়ে হামলা চালায় এবং তার সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়। চিৎকার শুনে স্ত্রী এগিয়ে এলে তাকেও পেটানো হয়। অভিযোগে আরও বলা হয়, হান্নানের স্ত্রী রিনা বেগমও ঝাড়ু নিয়ে হামলায় অংশ নেন।

হারুন বেপারী বলেন, “অভিযোগ দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলার সত্যতা পায় এবং রিনা বেগমকে আটক করলেও পরে রহস্যজনকভাবে ছেড়ে দেয়।”

অভিযোগ অস্বীকার করে হান্নান বেপারী বলেন, “উল্টো হারুন ও তার পরিবার আমাদের ওপর হামলা চালিয়েছে। পুলিশ তদন্তে কোনো সত্যতা পায়নি।”

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, “অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad