
সময়ের প্রবাহ:
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী উলুমে দ্বীনিয়া নূরানী হাফেজি ও কওমি মাদ্রাসায় অভিভাবক সম্মেলন এবং নূরানী বিভাগের তৃতীয় জামাতের সমাপনী পরীক্ষার্থীদের দিকনির্দেশনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ সরোয়ার আলম, আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গৌরনদী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুফতী মাওলানা আমিনুল ইসলাম, সুপার, বার্থী উলুমে দ্বীনিয়া নূরানী হাফেজি ও কওমি মাদ্রাসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— তারিকুল ইসলাম কাফী, আহবায়ক সদস্য, যুবদল বরিশাল উত্তর জেলা
মোশাররফ হোসেন সরদার, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আবু ওমর তালুকদার, স্থানীয় বিএনপি নেতা এ ছাড়া স্থানীয় যুবদল নেতা রুহুল আমিন, স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন ঘরামীসহ আরও অনেকে অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে নাজেরা বিভাগের শিক্ষার্থীদের হিফয প্রদান, হিফয সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং হুফফাজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


More Stories
রাংটিয়ায় ১২ বছরের শিশু সিপন নিখোঁজ
গৌরনদীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত
শীলখালী চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ এক তরুণ গ্রেপ্তার