
মস্ত মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) ভোররাত ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বায়েক ইউনিয়নের কান্দারপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানস্থলে পৌঁছালে মাদক পাচারে যুক্ত সন্দেহ হওয়ায় দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া বস্তা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।现场 উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকা মূলে মাদকগুলো জব্দ করা হয়েছে।
পলাতক দুই আসামি হলেন— ইলেন মিয়া (২৫), পিতা: মৃত হেবজু মিয়া, গ্রাম: বায়েক দক্ষিণ পাড়া এবং কামরুল (২৭), পিতা: মো. জামাল মিয়া, গ্রাম: কোল্লাপাথর; উভয়ের ঠিকানা কসবা থানা।
ঘটনার পর কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।


More Stories
রাংটিয়ায় ১২ বছরের শিশু সিপন নিখোঁজ
শীলখালী চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ এক তরুণ গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফের যোগদান