
সময়ের প্রবাহ:
রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ছেলেকে রক্ষায় এগিয়ে গেলে গুরুতর আহত হন বিচারকের স্ত্রী। পুলিশ ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজশাহী নগরীর ডাবতলা এলাকার স্পার্ক ভিউ নামের একটি ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তাওসিফ রহমান সুমন (১৫) রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ছেলে এবং স্থানীয় এক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
আহত তাসমিন নাহার লুসি, বিচারকের স্ত্রী, বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আটক লিমন মিয়া (৩৫) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া ভবানীগঞ্জ এলাকার বাসিন্দা। হামলার সময় তিনিও আহত হন এবং বর্তমানে পুলিশের হেফাজতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে লিমন নামের ওই যুবক হঠাৎ বিচারকের বাসায় প্রবেশ করে সুমনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। ছেলেকে বাঁচাতে গেলে তার মা তাসমিন নাহারকেও ছুরিকাঘাত করে সে। পরে দুজনকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, এর আগে গত ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় লিমনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন আহত তাসমিন নাহার। ওই জিডিতে তিনি লিমনের বিরুদ্ধে তার পরিবারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেছিলেন।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, আহত তাসমিন নাহারের শরীরে অস্ত্রোপচার চলছে। ঘটনাস্থল থেকে আটক লিমনকেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, “ঘাতককে আটক করা হয়েছে এবং সে বর্তমানে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে হামলার কারণ জানা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।


More Stories
রাংটিয়ায় ১২ বছরের শিশু সিপন নিখোঁজ
শীলখালী চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ এক তরুণ গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফের যোগদান