ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১১৩৯ জন

সময়ের প্রবাহ:

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় (উত্তর ও দক্ষিণ সিটি মিলিয়ে) ৩৯৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৭৪২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ সময় ১,০৫১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ৭৭ হাজার ৯৮৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad