জয়পুরহাট-২ আসনে দীর্ঘদিনের অন্তঃকোন্দল শেষে ঐক্যের বার্তা; মনোনয়ন পাওয়া ‘ডিসি বারী’কে ঘিরে এক প্ল্যাটফর্মে নেতাকর্মীরা

সময়ের প্রবাহ:

জয়পুরহাট-২ (আক্কেলপুর–কালাই–ক্ষেতলাল) আসনে দীর্ঘদিনের অন্তঃকোন্দল শেষে ঐক্যের অঙ্গীকার করেছে বিএনপি। দলীয় মনোনয়ন পেয়ে সাবেক সচিব আবদুল বারীর নেতৃত্বে এক মঞ্চে আসেন স্থানীয় সব পর্যায়ের নেতারা।

বৃহস্পতিবার সন্ধ্যায় আক্কেলপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় নেতারা দলীয় প্রার্থীর হাতে হাত রেখে ধানের শীষের বিজয়ের শপথ নেন। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সভাপতি কামরুজ্জামানের নেতৃত্বে সবাই একসঙ্গে শপথ পাঠ করছেন।

সভায় প্রধান অতিথি আবদুল বারী বলেন, “আমরা বিএনপির সবাই এক পরিবারের সদস্য। ঐক্যবদ্ধভাবে কাজ করলেই জয় আসবে।” তিনি নিজেকে জনগণের সেবক হিসেবে উৎসর্গ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার, সাবেক মেয়র আলমগীর চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দীন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

নেতারা আশা প্রকাশ করেন, এ ঐক্যের মধ্য দিয়েই জয়পুরহাট-২ আসনে বিএনপি নতুন উদ্যমে মাঠে নামবে।

somoyerprobaho - copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad