রিপোর্ট- মোঃ সোলায়মান গনি
কুড়িগ্রামের উলিপুরে বাউল শিল্পী আবুল সরকারের এক বক্তব্যকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৫) দুপুর ২টায় উলিপুরের ঐতিহ্যবাহী মসজিদুল হুদা (বড় মসজিদ) প্রাঙ্গণে তাওহিদী মুসলিম জনতা ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে হাজারো মুসল্লি, স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, বাউল আবুল সরকারের বক্তব্য মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি করেছে।
বক্তারা এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে ধর্মীয় মূল্যবোধকে অবমাননাকর কোনো বক্তব্য বা কর্মকাণ্ড প্রতিহত করতে প্রশাসনকে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ইসলাম ও মুসলমানদের প্রতি কোনো ধরনের অবমাননা বরদাস্ত করা হবে না। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের দাবি-উদ্বেগগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করার আহ্বানও জানান তারা।
প্রকাশক ও সম্পাদক : মোল্লা ফারুক হাসান ।। নির্বাহী সম্পাদক: মোঃ মাসুদ সরদার।। ই-মেইল : mollafaruk166@gmail.com ।। +88 01766777166
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫