সময়ের প্রবাহ:
যশোরে ককটেল ও ধারালো অস্ত্রসহ যুবদল নেতা মাসুদ আল রানা (৪১) কে আটক করেছে পুলিশ। তিনি যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চাঁচড়া রায়পাড়ার রাজা বরদাকান্ত সড়কে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এবং পরবর্তীতে তার স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির রান্নাঘরের পেছন অংশ থেকে সাতটি ককটেল, তিনটি পেট্রোল বোমা সদৃশ বস্তু ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ।
যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। উদ্ধার করা অস্ত্রগুলোর মালিকানা এবং উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক : মোল্লা ফারুক হাসান ।। নির্বাহী সম্পাদক: মোঃ মাসুদ সরদার।। ই-মেইল : mollafaruk166@gmail.com ।। +88 01766777166
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫