রিপোর্ট- মো: শাহীন হাওলাদার
ফরিদপুরের নগরকান্দায় ধানের শীষের পক্ষে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় নগরকান্দা সদরের শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশের আয়োজন করে নগরকান্দা উপজেলা মহিলা দল।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, মহিলা ভোটারদের শক্তি গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণের অধিকার ফিরে পেতে ধানের শীষকে বিজয়ী করতে হবে। সমাবেশের সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার।
এছাড়া বক্তব্য দেন— মাহমুদা ইসলাম, সাধারণ সম্পাদক, নগরকান্দা উপজেলা মহিলা দল ফারজানা আক্তার, নেত্রী, সালথা উপজেলা মহিলা দল চুমকি জামান, নেত্রী, নগরকান্দা পৌর মহিলা দল
এসময় আরও উপস্থিত ছিলেন— নগরকান্দা উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শামচুন্নাহার রেবা,সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়—এটি জনগণের আশা, অধিকার ও গণতন্ত্রের প্রতীক। তারা স্থানীয় নারী ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। নারীদের উল্লেখযোগ্য উপস্থিতি এবং উচ্ছ্বাসে সমাবেশস্থল মুখরিত হয়ে ওঠে।
প্রকাশক ও সম্পাদক : মোল্লা ফারুক হাসান ।। নির্বাহী সম্পাদক: মোঃ মাসুদ সরদার।। ই-মেইল : mollafaruk166@gmail.com ।। +88 01766777166
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫